Wednesday, August 16, 2017

batmen orgin

#SUPER_HERO ORGIN:Batman
it's not who he is underneath but what he does that defines him.
DC কমিকের অন্যতম জনপ্রিয় সুপারহিরো "the caped crusader" Batman.ব্যাটসির অভিষেক হয় ১৯৩৯ সালে Detective Comics এর ইস্যু #27 ।তার নির্মাতারা হলেন Bill Finger এবং Bob Kane।যদিও kane প্রথমে batman এর কস্টিউম কনসেপ্ট লাল ও কালো করে,কিন্তু পরে Bill এর পরামর্শে কস্টিউম কালার লাল এর জায়গায় ধূসর করে দেয়।প্রথমে cape এর স্থলে wing দেয়ার কথা থাকলেও bill ও bob পরামর্শ করে cape টাকে এমন ভাবে ডিজাইন করে যাতে batman উড়ার সময় cape কে batwing মনে হয়।তাছাড়া তারা তার হাতে গ্লাভস যোগ করে যাতে তার কোনো ফিংগার প্রিন্ট পরে না থাকে।
Detective Comics এর #২৯ ইস্যুতে ব্যাটম্যান প্রথম তার utility belt ব্যবহার করে এবং ঐ বছরের সেপ্টেম্বর #৩১ নং ইস্যুতে bat-plane ইন্ট্রুডিউস করা হয়।ব্যাটমানের প্রথম অরিজিন প্রকাশিত হয় #৩৩ নং ইস্যুতে যা প্রকাশিত হয়েছিল ১৯৩৯ এর নভেম্বর মাসে।Detective Comics এ তুমুল জনপ্রিয়তার কারণে ব্যাটসির Adventure ১৯৪০ সালে নিজের সলো টাইটেলে প্রকাশিত হতে শুরু হয়।ঐ বছরের এপ্রিল এ ৩৮ নং ইস্যুতে ব্যাটম্যান সহকারী রবিন এর অভিষেক ঘটে।ব্যাটম্যানের প্রথম সলো সিরিজেই তার আর্চ রাইভাল Joker এবং Catwoman এর আগমন ঘটে।১৯৬৪ সালে যখন ব্যাটম্যান কমিকের জনপ্রিয়তা কমতে থাকে তখন ক্রিয়েটিভরা ব্যাটম্যানের কস্টিউম,ব্যাট ভিহিকলসগুলোতে কিছুটা পরিবর্তন আনে এবং স্টোরিগুলো আরো ডিটেকটিভ টাইপের করতে শুরু করে।'৬৯ এর দিকে ব্যাটম্যান স্টোরিতে আগের মত রাত কেন্দ্রিক এডভেঞ্চার ফিরিয়ে আনা হয়।ফলে ব্যাটম্যান টাইটেলড কমিক আবার আগের জনপ্রিয়তা ফিরে পায়।১৯৮৬ সালে ডার্ক নাইট রিটার্ন্স নামক লিমিটেড সিরিজ প্রকাশিত হয় যাতে দেখানো হয় ৫৫ বছর বয়সী ব্রুস ওয়েইন কে যখন সে তার রিটায়ারমেন্ট থেকে ফিরে আসে।১৯৮৭ সালে year one স্টরিলাইনে পুনরায় ব্যাটম্যান এর অরিজিন প্রকাশিত হয়।১৯৯৩ এর knightfall আর্কে আরেক ভিলেন bane কে আনা হয় এবং ঐ স্টোরিতে bane এর সাথে ফাইটে ব্যাটসির মেরুদণ্ড মারাত্মকভাবে ভেঙে যায় যার কারনে Jean-Paul Valley aka Azrael তার স্থলাভিষিক্ত হয়।২০০৮ এর final crisis সিরিজে ডার্ক্সাইড এর হাতে ব্যাটম্যান এর মৃত্যু হয় এবং ২০০৯ সালে Batman:Battle of the cowl এ Dick Grayson ব্যাটম্যান হয় এবং Damian হয় নতুন রবিন।২০১৬ সালে DC Rebirth এ ব্যাটম্যান স্টোরি আবার রিবুট করা হয়।
*ব্যাটম্যানে সিক্রেট আইডেন্টিটি হল ব্রুস ওয়েইন।Bruce wayne নামটি স্কটিশ হিরো Robert Bruce এবং আমেরিকান হিরো Anthony Wayne এর নাম থেকে নেয়া হয়েছে।
ব্রুসের বাবা Dr. Thomas Wayne ছিলেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট।ছোটবেলায় থমাস এবং তার মা মার্থার সাথে সিনেমা দেখে আসার সময় ব্রুস মুখমুখি হয় তার জিবনের সবচেয়ে ভয়ংকর ট্র‍্যাজেডির।বাড়ি ফেরার পথে গোথামের কুখ্যাত ক্রাইম অ্যালিতে তারা এক ছিন্তাইকারির কবলে পরে।ঘটনাস্থলে থমাস এবং মার্থা দুজনকেই সে গুলি করে।নিজের চোখের সামনে মা বাবার মৃত্যু দেখে ব্রুস শপথ করে যে সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং আজিবন ক্রিমিনালদের বিরুদ্ধে ফাইট করবে।সেখান থেকে Dr Thompkins তাকে নিয়ে যায় এবং Alfred এর কাছে রেখে আসে।
ক্রিমিনালদের বিরুদ্ধে ফাইট করার লক্ষে ব্রুস মাত্র ১৪ বছর বয়সেই গোথাম ছাড়ে নিজেকে প্রস্তুত করার জন্য।সে ক্রিমিনাল এবং তাদের সাইকোলজি সম্পর্কে জানতে শুরু করে।কম্বাটের জন্য শিখতে থাকে বিভিন্ন মার্শাল আর্টস।এভাবে ব্রুস নিজেকে পরিণত করে ক্রিমিনাল ফাইটিং মেশিনে এবং গোথাম সিটিতে ফিরে আসে।
গোথামে ফিরে প্রথম রাতেই সে মুখমুখি হয় বাস্তবতার।সে কোনরকম বেঁচে ফিরে আসে ওয়েইন মেনরে।সে বুঝতে পারে তাকে এমন কিছু হতে হবে যাতে অপরাধিদের মনে ভয়ের সৃষ্টি হয়।এমন সময় সে দেখতে পায় জানালার পাশে একটি বাদুড় যার থেকে সে ব্যাটম্যান হওয়ার অনুপ্রেরণা পায়।ধিরে ধিরে ব্যাটম্যান স্থাপন করে তার সিক্রেট হেডকোয়ার্টার BatCave।তাকে সাহায্য করার জন্য থাকে আল্ফ্রেড।এভাবে ব্যাটম্যান হয়ে ওঠে গোথাম সিটির রক্ষাকর্তা,ক্রিমিনালদের দুস্বপ্ন।
*ব্রুস ওয়েইন ব্যাটম্যান হিসেবে সবসময় তার আইডেন্টিটি গোপন রাখে।বাবার উত্তরসূরী অর্থাৎ ওয়েইন ইন্ডাস্ট্রির মালিক হিসেবে সে একজন বিলিওনেয়ার।বিভিন্ন সময় ব্যাটসির পারসোনালিটি বিভিন্ন ভাবে দেখানো হয়েছে।প্রথম দিকে ব্যাটম্যানেকে একজন বারব্যারিক ক্রাইম ফাইটার হিসেবে দেখানো হলেও '৫০ এর দশকে তাকে দেখানো হত এমন একজন হিরো হিসেবে যে কখনো হত্যা করতে চাইতো না।ব্রুস ওয়েইন হিসেবে সে একজন সমাজসেবক,প্লেবয়।
*powers and abilities:
আনলাইক আদার সুপারহিরোস ব্যাটসির কোন সুপার পাওয়ার নাই।বিলিওনিয়ার হওয়ার কারণে সে সবসময় অ্যাডভান্সড টেকনোলজি ব্যাবহার করতে পারে এবং সাইন্টিফিক নলেজ থাকার সে এগুল নিজের মত মডিফাই করে কাজে লাগায়।তাকে বলা হয় বিশ্বের সেরা ডিটেকটিভ এবং ক্রাইম সলভার।ব্যাটম্যান হল ডিসি ইউনিভার্সের অন্যতম সেরা মার্শাল আর্টিস্ট প্রবাবলি দ্যা বেস্ট।তার রয়েছে একাধিক বিষয়ে অগাধ জ্ঞান। সুপারম্যানের মতে সে ওয়ার্ল্ডের অন্যতম সেরা মাইন্ড এবং ডেঞ্জারাস ম্যান।তার আয়ত্বে আছে ১২৭ টি মার্শাল আর্টস যার ফলে হ্যান্ড টু হ্যান্ড কম্বাটে তাকে হারানো প্রায় অসম্ভব।ব্যথা সহ্য করার ক্ষমতা তার অন্য সাধারন মানুষের চেয়ে অনেক বেশি।ব্যাটসি এর টেলেপ্যাথি এবং মাইন্ড কন্ট্রোল প্রতিরোধ করার সক্ষমতা আছে।ছদ্মবেশ,বহু ভাষায় কথা বলার এবং গুপ্তচারির আসাধারন স্কিল আছে তার।সে মহূর্তের মধ্যে পালিয়ে যেতে পারে এবং ক্রিমিনালদের থেকে ইনফরমেশন নেয়ার জন্য তার রয়েছে মারাত্মক স্কিল

batmen orgin

#SUPER_HERO ORGIN:Batman it's not who he is underneath but what he does that defines him. DC কমিকের অন্যতম জনপ্রিয় সুপারহিরো "th...